ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তানোর ও মোহনপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।     

নিহতরা হলেন, তানোরের সুন্দরপুর গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী রহিমা বেওয়া (৮০) ও মোহনপুরের কেশরহাট পৌরসভার শিহালয় গ্রামের লালু শেখের ছেলে আকবর আলী (৪৮)।

তানোর ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার সকাল ৭ টার দিকে তানোর উপজেলার দুবইল এলাকায় সার বোঝায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রলি চাকায় পিষ্ট হয়ে মারা যান রহিমা। ঘটনার পর ট্রলি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

মোহনপুর ওসি আবুল হোসেন জানান, সকাল নয়টার দিকে মোহনপুরের কেশরহাট রায়হান কোল্ড স্টোরেজের সামনে মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন বাই সাইকেল আরোহী আকবর আলী। পরে স্থানীয় রা তাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কেআই/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি